রাজনীতি

আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে—— জেলা যুব দলের প্রতিবাদ সমাবেশে সাবেক এমপি মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

March 20, 2010

নিউজ ডেস্ক আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল অত্যাচার নির্যাতনের সঠিক জবাব দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা যুবদলের উদ্যেগে মেহেরপুরের বারাদীতে প্রতিবাদ সমাবেশে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন এসব কথা বলেন। তিনি মেহেরপুর জেলা বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি নেতা কর্মীদের উর্দ্যেশে বলেন,বাইরে বেরিয়ে এসে মাঠের রাজনীতি করুন। ঘরে বসে মিথ্যাচার করবেননা। এসব দলীয় নেতাদের তালিকা করা হচ্ছে। ঠিক সময়ে জবাব পেয়ে যাবেন। আজ ১৯ মার্চ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা যুবদলের উদ্যেগে মেহেরপুরের বারাদীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি বারাদী বাজার প্রদক্ষিণ শেষে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সস্পাদক জহিরুল ইসলাম বড় বাবু প্রমূখ। বিএনপি নেতা এমকে আনোয়ারের বসত বাড়ি ভাংচুর,বিরোধী দলীয় চিফ হুইপের নামে মিথ্যা মামলা,দেশ ব্যাপী আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি,সাংবাদিক নির্যাতন,সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্ততায় মাসুদ অরুন বলেন,সরকার দু:শাসনের মধ্য দিয়ে গণ মানুষের গনতান্ত্রিক অধিকার হরন করতে চায়। মিথ্যা মামলা নির্যাতন এবং হত্যার মধ্য দিয়ে বিরোধী দলের আন্দোলন কে দমিয়ে রাখতে চায়। তিনি আরোও বলেন,দেশ ও মানুষ বাঁচানোর লক্ষে সকল জাতীয়তাবাদী শক্তিকে এক হতে হবে।