মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো আমঝুপি ইউনিয়ন।
সোমবার নিজেদের প্রথম খেলায় আমঝুপি ইউনিয়ন ৬-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। খেলার প্রথমার্ধেের ৬ মিনিটের মাথায় আকাশ গোল করে দলকে এগিয়ে নেন। ১১ মিনিটের মাথায় জিহাদ, ২২ মিনিটের মাথায় আকাশ এবং ২৯ মিনিটের মাথায় নুরুজ্জামান গোল করে প্রথম প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় আমঝুপি ইউনিয়ন।দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় আবারো জিহাদ গোল করে দলকে ৫-০ তে এগিয়ে নেন। আকাশ দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটের মাথায় গোল করে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি ছয় গোলের লিড এনে দেন আমঝুপি ইউনিয়ন কে।
এদিকে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মাথায় কুতুবপুরের মাসুদ কর্নার থেকে সরাসরি গোল করে গোলের ব্যবধানে কমান। শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন আমঝুপি ইউনিয়ন। খেলা শেষে ফাইনালে ওঠার জন্য লটারির ব্যবস্থা করা হয়। অর্থাৎ প্রথম খেলার বিজয়ী আমদাহ ইউনিয়ন এবং দ্বিতীয় খেলায় বিজয়ী আমঝুপি ইউনিয়নের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে বিজয়ী হয়ে আমঝুপি ইউনিয়ন সরাসরি উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। লটারিতে পরাজিত হওয়ায় আমদাহ ইউনিয়নকে বুড়িপোতার সাথে মোকাবেলা করতে হবে।
খেলা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম,সদর থানার ওসি শাহদারা, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের , সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রমূখ উপস্থিত ছিলেন।