শিক্ষা ও সংস্কৃতি

আগামীকাল দর্শক মাতাবে প্রানআপ কনসার্ট

By মেহেরপুর নিউজ

May 26, 2016

মেহেরপুর নিউজ, ২৬ মে: শিশুর শৈশব শিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ফেন্ডর্স-৮৭ মেহেরপুর এর উদ্যোগে প্রান আপ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কনসার্টটি শুক্রবার বিকাল ৩টায় মেহেরপুর স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত কনর্সাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান।

কনসার্টে দর্শকদের মন মাতাতে ঢাকা থেকে আসছেন সঙ্গিত শিল্পি হৃদয় খান, কনাসহ স্থানীয় শিল্পিরা সঙ্গিত পরিবেশন করবেন। কনসার্টটি উপভোগ করার জন্য প্রান আপের স্থানীয় পরিবেশক সদরুল ইসলাম নাহিদ সকলকে আহবান জানিয়েছেন।