জাতীয় ও আন্তর্জাতিক

আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর।। নামাজের জন্য প্রস্তুত মেহেরপুরে সব ঈদগাহ ময়দান

By মেহেরপুর নিউজ

July 28, 2014

ঈদ মোবারক

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাইঃ “রমজানের ওই রোজার শেষে এলো খুশি’র ঈদ।” নজরুলের সেই আনন্দের শিহরণ জাগানিয়া কালজয়ী এ গান ধনী-গরিব, শিশু-কিশোর, তরুণ-যুবক  প্রৌঢ়-বৃদ্ধ সবার মনেই যেনো আনন্দের বার্তা নিয়ে আসে। রাজশাহীর আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এবার ২৯ দিনেই শেষ হলো মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামায়াতে আদায় করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মেহেরপুর পৌরসভা,জেলা প্রশাসনসহ নিজ নিজ এলাকার মসজিদ কমিটি। এ  মূহূর্তে মঙ্গলবারের পবিত্র ঈদুর ফিতরের নামাজের জন্য গোটা মেহেরপুর।

উল্লেখ্য,ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।

সভায় ধর্মমন্ত্রী জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।