শিক্ষা ও সংস্কৃতি

আগামীতে জাতীকে সঠিক নেতৃত্ব দিতে হলে প্রাথমিক শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে —– ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

October 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ অক্টোবর: মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, প্রত্যাশিত জীবন গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতী উন্নতি করতে পারে না। তাই আগামিতে জাতীকে সঠিক নেতৃত্ব দিতে হলে প্রাথমিক শিক্ষার্থীদের এখন থেকে গড়ে তুলতে হবে।

সংসদ সদস্য ফরহাদ হোসেন বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে সংসদ সদস্য প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সমিতির “সেতুবন্ধন” নামের স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, ইউআরসি প্রশিক্ষক মফিজুর রহমান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রহমান, ইছাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোতুল ইসলাম, টেংরামারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান পলাশ, রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, পাটকেলপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। শিক্ষক সমাবেশে সমিতির শতাধীক সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরহাদ হোসেন আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম দিকে উন্নয়নের অন্তরায় ছিলো অর্থনীতি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে সেই অর্থনৈতিক দুরাবস্থা কাটিয়ে দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। পূর্বের তুলনায় এখন মাথাপিছু আয় দ্বিগুণ বলে তিনি জানান।