বিশেষ প্রতিবেদন

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমি দু’টি পথের যেকোন একটি বেছে নেবো; হিংস্রতার রাজনীতি আর না হয় উন্নয়নের রাজনীতি—এমপি আমজাদ হোসেন

By মেহেরপুর নিউজ

October 31, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর: মেহেরপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন বলেন,আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে আমি দু’টি পথের যেকোন একটি পথ বেছে নেবো। প্রথমথ: যদি হিংস্রতার রাজনীতি করি তবে ক্ষমতার প্রথম দিন থেকে ক্ষমতার শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবো। সরকারি দল যেভাবে আমার দলের নেতাকর্মীদের নিপীড়ন,নির্যাতন চালিয়ে যাচ্ছে,আমিও সেই পথ বেছে নেবো। দ্বিতীয়ত: যদি উন্নয়নের রাজনীতি করি তবে সকল দলের নেতাকর্মীদের ডেকে বলবো আসেন আমরা সকলে মিলে অতিতের কথা ভুলে গিয়ে  সুষ্ঠধারার রাজনীতির মাধ্যমে সকলে মিলে গাংনীর উন্নয়নে কাজ করি। আজ বুধবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ অভিব্যক্তি তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বর্তমানে গাংনীর রাজনৈতিক অবস্থা সংকটজনক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত সরকারি দলের কর্তারা আমাদের ৩’শতাধীক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। ষোলটাকা ইউনিয়নের ৫টি বাড়ীসহ চর গোয়াল গ্রামের প্রায় দু’শতাধীক বাড়ীঘর ভাংচুর করেছে ক্ষমতাসীনরা। দু’শ পরিবার আজ বাড়ি ছেড়ে পালিয়েছে। আজ তারা নিজ নিজ বাড়ী ঘর ছেলে অসহায়ভাবে পালিয়ে বেড়াচ্ছে জীবনের ভয়ে। এমপি আমজাদ হোসেন বলেন,গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী একজন হিংস্র প্রকৃতির মানুষ। তার নেতৃত্বে গাংনী আওয়ামী রাজনীতি পরিচালিত হয়। দীর্ঘদিন অন্ধকারের রাজনীতি করে  পৌর মেয়র হওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে রাজনীতিতে আসলেও তার কার্যকলাপ অন্দ্ধকার জগতের মতন রয়ে গেছে। এ ছাড়া সাবেক এমপি মকবুল নিজেও এ ধারার লোক। এ কারণে পৌর মেয়রের সাথে হাত মিলিয়ে একই ধারার রাজনীতিতে মত্ত হয়ে গাংনীর রাজনৈতিক ধারাকে নোংরা করে চলেছেন। এলাকার উন্নয়নে এমপি হিসাবে কি ভূমিকা রেখেছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলীয় এমপি হিসাবে টিআর,কাবিখা ছাড়া তেমন কোনো বরাদ্দ আমি পাইনা। আর যে টুকু পাই তা এলাকার মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান,কবরস্থানের উন্নয়নের জন্য সেগুলো বণ্টন করে থাকি। এই বরাদ্দকৃত মালের ও ভাগ বসানোর জন্য আওয়ামীলীগ নেতারা বিভিন্ন ভাবে চাপ দিয়ে আসছে। মেহেরপুর জেলা বিএনপি’র বিবদমান গ্রুপিং নিয়ে তিনি বলেন,দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে কেন্দ্রীয় তৎকালিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আমাকে (মেহেরপুর-২ আসনের এমপি আমজাদ হোসেন ) সভাপতি এবং মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১’শ ০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি পাশ   করেন। যে কমিটিতি সহ-সভাপতি হিসেবে আছেন,অপর পক্ষের ইলিয়াস আলী ও আনসারুল হক।এরপর থেকে আমি নিজ উদ্যেগে বেশ কয়েকবার মেহেরপুর জেলা বিএনপিকে এক ছায়াতলে আনার চেষ্টা করেছি।তবে এখন পর্যন্ত তারা আমার কথা শুনেনি। তবে অবস্থাবুঝে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। আগামী নির্বাচন নিয়ে তার তেমন কোনো প্রস্তুতি নেই উল্লেখ করে তিনি বলেন, দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে আমিও করবো। তবে এখন দল এবং দলের বাইরের সাধারন মানুষকে সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে ক্ষমতায় এলে গাংনীর উন্নয়ন নিয়ে আপনার ভাবনা কি? এর উত্তরে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাও স্বাস্থ্যকে তিনি প্রাধান্য দেবেন বলে জানান।