নির্বাচন

আগামী কাল জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন।। সকল প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

September 29, 2017

মেহেরপুর নিউজ, ২৯ সেপ্টেম্বর: রাত পোহালেই মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির ১৪ তম দ্বি-বার্ষিক নির্বাচন। এরই মাঝে নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শনিবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চলবে ভোট গ্রহন। ৬টি বুথে প্রথম শ্রেণীর ৪শ ৬৩ জন ভোটার এবং দ্বিতীয় শ্রেণীতে ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

এদিকে নির্বাচনকে ঘিরে দুটি গ্রুপের মোট ২৭ জন প্রার্থী তাদের শেষ মুহুর্তের প্রচরনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে শনিবার জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন ঘিরে জেলার গোটা ব্যবসায়ী মহলের পাশাপাশি সাধারণ মানুষও অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। শনিবার প্রথম শ্রেণীর ১২ জন ও দ্বিতীয় শ্রেনীর ৫জন বিজয়ী হয়ে আসাদের নিয়ে আগামী ১৭ আক্টোবর সভাপতি-সাধারণ সম্পাদক সহ নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যবারের চেয়ে শনিবারের নির্বাচন অনেক চমক থাকছে বলে মনে করা হচ্ছে। কেননা ইত্যেপূর্বের নির্বাচনে এতো অধিক সংখ্যক প্রার্থী যেমন হয়নি।তেমনই ভোটারের সংখ্যাও অনেক বেশি। নির্বাচনে বর্তমান কমিটি আবারও জয় পাওয়ার জন্য ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশাপাশি পুরাতন ভূল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছেন।

এদিকে আর মাত্র কয়েক ঘন্টা বাদে বণিক সমিতির নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র জেলা শিল্পকলা একাডেমী চত্বর সেজেছে নতুন কলরবে। জেলা শিল্পকলা একাডেমীর চত্বরপার্শে প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে।  নির্বাচনে প্রথম শ্রেণীর ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে। যাদের মধ্যে রজনীগন্ধা প্যানেলে জয়নাল আবেদীন, গোলাম রসুল, শ্যামসুন্দুর আগরওয়ালা, আসকার আলী, আরিফুল এনাম বকুল, আব্দুর রশিদ, জেএম মারুফুজ্জামান গোরা, আবু নানিফ বাবু, আজিজজুর রহমান, নুর হোসেন আঙ্গুর, কামারুজ্জামান, গোলাম মূর্শেদ চন্দন। এবং অপরদিকে তাদের বিপক্ষে ওমর ফারুক, কেএম আনোয়ারুল হক, আসলাম খান, মনিুরজ্জামান সুজন, সাজ্জাদুল আনাম, সাফুয়ান উদ্দিন আহামেদ, সবুক্তগীন মাহামুদ পলাশ, আমিনুল ইসলাম, আনারুল ইসলাম নির্বাচনে অংশ গ্রহন করেছে।

দ্বিতীয় শ্রেণীতে ৫ টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী নির্বাচন যুদ্ধে অংশ গ্রহন করেছে। তারা হলেন, আলী হোসেন, মোঃ রফিক, ফুরকান আলী, সাহাবুদ্দিন খান, আলী হোসেন এবং এসএম এনামুল আজিম রাশেদ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল আহামেদ বলেন, শনিবারের নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ন নির্বাচন পরিচালনা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।