খেলাধুলা

আজও ইমরুলের অপেক্ষায় মেহেরপুরবাসী :: জিম্বাবুয়েকে চতুর্থবারের মত হুয়াইট করার সুযোগ

By মেহেরপুর নিউজ

October 26, 2018

মেহেরপুর নিউজ, ২৬ অক্টোবর: আজ ২৬ অক্টোবর বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। একদিকে জিম্বাবুয়েকে চতুর্থবারের মত হুয়াইট ওয়াশ করার সুযোগ অপরদিকে ইমরুল কায়েস শেষ দিনে কত রান দলকে উপহার দেয় সেটি দেখার সুযোগ|। ইমরুল কায়েস পর পর দুই ম্যাচে সন্তোষজনক রান করে শেষ দিন কত রান করেন সেটি দেখার অপেক্ষায় মেহেরপুর বাসী। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের ১ম ম্যাচে ১৪৪ বল খেলে অনবদ্য ১৪০ রান করেন ইমরুল কায়েস সাগর। সেদিনের সেই সেঞ্চুরিটি উৎসর্গ করেছিলেন তার সদ্য ভুমিষ্ট সন্তানকে। তার সেই সেঃঞ্চুরির সুবাদে বাংলাদেশ সহজ জয়ে পেয়েছিল। এর পর ২য় ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন ইমরুল কায়েস। সিকান্দার রাজাকে উড়ানোর চেষ্টায় ৯০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। ওই ম্যাচে রানের কোনো চাপ ছিল না। এক-দুই করে নিয়ে সহজেই টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিতে পারতেন ইমরুল। তা না করে রাজাকে লং অফ দিয়ে উড়াতে গেলেন বাঁহাতি এই ওপেনার। ঠিক মতো টাইমিং করতে পারেননি। সহজ ক্যাচ মুঠোয় নেন এল্টন চিগুম্বুরা। ১১১ বলে খেলা ইমরুলের ৯০ রানের ইনিংস গড়া ৭ চারে। আজ সিরিজের শেষ ওয়ানডেতে কত রান করেন ইমরুল সেই অপেক্ষা|য় মুখিয়ে আছেন তার জন্মস্থান মেহেরপুরবাসী। এক নজরে ইমরুল কায়েস: এখন পর্যন্ত ৭৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে রান করেছেন ২৩১৫, সেঞ্চুরি ৩টি, হাফ সে|ঞ্চুরি ১৬টি, সবোচ্চ রান ১৪৪, ক্যাচ ধরে|ছেন ২১ টি।

চতুর্থবারের মত হুয়াইট করার সুযোগ: ওয়ানডে ক্রিকেটে এর আগে জিম্বাবুয়েকে তিন বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ এখন বাংলাদেশের সামনে। শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জা দেওয়ার মিশনে নামতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।