বিশেষ প্রতিবেদন

আজকে হাসির গায়ে হলুদ …… কালকে হাসির বিয়ে !

By মেহেরপুর নিউজ

February 20, 2013

এক্সক্লুসিভ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ফেব্রুয়ারী:

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাসি। বয়স ১২ কি ১৩? সবে মাত্র মাধ্যমিকে পা বাড়িয়েছে। কিন্তু বিধি বাম আগামীকাল বৃহস্পতিবার হাসির বিয়ে। আর এ উপলক্ষে  আজ চলছে গায়ে হলুদ। স্থানীয়দের শত বাধা উপেক্ষা করে হাসির বাল্যবিয়ের আয়োজন করেছে তার পরিবার। বাল্যবিয়ে আইনত অপরাধ জেনেও কেন হাসিকে বিয়ে দেওয়া হচ্ছে জানতে চাইলে তার মা রাবেয়া খাতুন জানান, ভালো ছেলে পাওয়ায় মেয়ে ছোট হলেও পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলবোয়ালীয়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সবজি ব্যবসায়ী হেলাল (২৫)। এ বিয়েতে হাসির বাবাকে যৌতুক হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা। বুনিয়াদি ঘর ও অল্প যৌতুক লাগছে তাই এ বিয়ে হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, মেয়ের বয়স কম তাই বেশি বয়স দেখিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে জন্ম নিবন্ধন সনদও নেওয়ার চেষ্টা করছে হাসির পরিবার। তবে ইউপি চেয়ারম্যান আলম হুসাইন সেটা দিতে নারাজ। স্থানীয়রা জানান, গ্রামের লোকজন ও ইউপি চেয়ারম্যান এ বিয়েতে বাধা দিচ্ছেন। কিন্তু হাসেম আলী মেয়েকে বিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছেন। স্থানীয়দের বাধার মুখে হাসেম বলেছেন, প্রয়োজন হলে তিনি এলাকা ছেড়ে বরের বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দেবেন। বুধবার দুপুরে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম সাংবাদিকদের জানান, খোঁজখবর নিয়ে বাল্যবিয়ে বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।