রাজনীতি

আজ গাংনী উপজেলার ৯টি ইউপি নির্বাচন ।। সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা

By মেহেরপুর নিউজ

May 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ মে: আজ ৪র্থ ধাপে মেহেরপুরের জেলার গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার সবকটি ইউনিয়নের বিএনপি, বিদ্রোহী প্রার্থী ও সাধারণ ভোটরা উদ্বেগ-উৎকন্ঠা মধ্যে দিয়ে সময় পার করছেন। তবে এখনও বিরোধী ভোটারদের নানা ভাবে হুমকী-ধামকী দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও বিরোধী ভোটারদের কেন্দ্রে গেলে প্রকাশ্যে সিল মারার হুমকি দেওয় হচ্ছে তা না হলে কেন্দ্রে যেতে নিষেধ করছে নৌকার প্রার্থীরা। এদিকে বিএনপি ও ¯^তন্ত্র প্রার্থীর এজেন্টরা যাতে কেন্দ্রে না যায় তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রর মধ্যে কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া, সহগলপুর, তেঁতুলবাড়ীয়া ইউপির রামদেবপুর, পলাশীপাড়া, তেঁতুলবাড়ীয়া ও করমদি, কাজিপুর ইউপির হাড়াভাঙ্গা, সাহেবনগর, বেতবাড়ীয়া, বামন্দী ইউপির তেরাইল, মহব্বতপুর, বামন্দী, নিশিপুর, মটমুড়া ইউপির কুমারীডাঙ্গা, সিন্দুরকোটা, আকুবপুর, ষোলটাকা ইউপির চেংগাড়া, ষোলটাকা, সহড়াবাড়ীয়া, মিনাপাড়া, আমতৈল, ভোলাডাঙ্গা ও কেশবনগর, রাইপুর ইউপির চাঁদপুর, শালদহ ও এলাঙ্গি, ধানখোলা ইউপির জুগিন্দা, গাড়াডোব, পাকুড়িয়া ও আড়পাড়া, সাহারবাটি ইউপির সাহারবাটি গ্রামের তিনটি কেন্দ্রকে অত্যাধিক ঝুঁিকপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে কাজীপুর ইউনিয়নে ৫ ও ৬ নং কেন্দ্র দুটি দখল করে নেয়ার পায়তারা করছে আ.লীগ প্রার্থী।  নৌকায় সিল মারার জন্য পাশ্ববর্তি রাষ্ট ভারত থেকে শকাধিক ক্যাডার ভাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারবে এ আশঙকা বিরাজ করছে ইউনয়নের বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। কাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরজমিনে ঘুরে জানা গেছে আ.লীগ প্রার্থী আবু নাতেকের ক্যাডার বাহিনীর নানা তথ্য। ভোটাররা জানিয়েছেন, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলার দাগী আসামী, চোর, সন্ত্রাসী নিয়ে গঠিত ৭/৮ জনের ক্যাডার বাহিনী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী, ধামকী সহ ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শাসিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসি। তবে পুলিশ এসব প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গহণ করার কথা বলছে। শুক্রবার সকালে গাংনী ডিগ্রি কলেছে এক ব্রিফিং এ পুলিশ সুপার হামিদুল আলম সুষ্ঠ ভোট করতে যা করনীয় তা করবে বলে জানিয়েছেন। কোন হুমকি-ধামকি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী করে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন  জাল ভোট, ভোটারদের বাধা ও ব্যালটে প্রকাশ্যে সিল মারা কিংবা ভোটে পেশিশক্তি প্রয়োগ হলেই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।