অন্যান্য

আজ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ।। নানা কর্মসূচী গ্রহন

By মেহেরপুর নিউজ

March 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ মার্চ: পল্লী কবি জসিম উদ্দিনের ভাষায় ‍”মুজিবুর রহমান/ওই নাম যেন ভিসুবিয়াসের/অগ্নিউদ্গারী বান/বঙ্গদেশের এ প্রান্ত হতে/সকল প্রান্ত ছেয়ে/জ্বালায় জ্বলিছে মহাকালানল/ঝঞ্ঝাঅশনি বেয়ে।” প্রিয় বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এভাবেই পদ্যের  যে স্বপ্ন পরিপূর্ণতা পায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। তিনি ‘বঙ্গবন্ধু’ থেকে রূপান্তরিত হন বাংলাদেশের ‘জাতির পিতা’ হিসেবে। আজ তার ৯৪তম জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন আমাদের স্বাধীনতার মহান এ স্থপতি। তিনি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি আজ বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে। প্রতিবারের মতো সমগ্র জাতি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে ‘শিশু দিবস’ হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ ও উদযাপন করবে। দিবস সফলভাবে পালন করার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনও নানা কর্মসূচী গ্রহন করেছে কর্মসূচীর মধ্যে রয়েছে: সকাল ৮ টায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে জেলা প্রশাসক কার্যালয় চত্ব পর্যন্ত র্যালী। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবণ্দুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, সকাল সাড়ে ৮ টায় একই স্থানে সমাবেশ ও আলোচনা সভা, সকাল ৮ টা ৪০ মিনিটে রক্তদান কর্মসূচী, সুবিধামত সময়ে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির সহ স্ব স্ব উপসানালয়ে প্রার্থনা, সুবিধামত সময়ে মেহেরপুর শিশু একাডেমীতে, শিশুদের চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, গল্প বলাও নির্ধারিত বক্তব্য এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনের লক্ষ্যে শহরের সড়ক গুলোতে বিভিন্ন রঙের পতাকা শোভা পাচ্ছে।