নির্বাচন

আজ বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে ৫১ জনের ভাগ্য পরীক্ষা

By মেহেরপুর নিউজ

November 28, 2021

মেহেরপুর নিউজ : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনী ৫১ জনের ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ।

বুড়িপোতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত সদস্য ও ৯ জন সাধারণ সদস্য হওয়ার লক্ষ্যে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, (এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম নৌকার পক্ষে সমর্থন দিয়েছেন)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনকে ঘিরে ইউনিয়নের ১৭ টি গ্রামের ভোটাররা প্রস্তুত তাদের ভোটদান প্রয়োগ করার জন্য। নির্বাচনের আগের দিন প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানারে ব্যানারে ছেঁয়ে ফেলেছে ঐসকল কেন্দ্রর আশেপাশে এবং গ্রামের আকাশ।

প্রতিটি গ্রামের রাস্তার উপর থেকে শুরু করে রাস্তার দু’পাশের গাছ এমনকি বাড়ির দেওয়ালে পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে। চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছেন। সকাল আটটা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজামান(নৌকা) ,স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম(আনারস) (স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম নৌকার পক্ষে সমর্থন দিয়েছেন)। এবং রেজাউল ইসলাম(ঘোড়া) প্রতীক পেয়েছেন। এদিকে বুড়িপোতা ইউনিয়নে সদস্যপদে ১ওয়ার্ডে আল মঞ্জুর রহমান (ফুটবল) , ইসরাফিল শেখ (বৈদ্যুতিক পাখা) ,নজরুল ইসলাম(মোরগ) , মিলন হোসেন (টিউবওয়েল) , মফিজুল ইসলাম( তালা)। ২ নম্বর ওয়ার্ডে সানোয়ার হোসেন (টিউবওয়েল) ,আসেদ আলী (ফুটবল), সার্থক আলী (মোরগ) ,সেলিম রেজা(ঘুড়ি) । ৩ নম্বর ওয়ার্ডে শরিফ উদ্দিন (ফুটবল) , হোসাইন মিয়া (মোরগ) ,জাহাঙ্গীর হোসেন (টিউবওয়েল) । ৪ নং ওয়ার্ড হাসানুর রহমান (মোরগ), এসএম শাহজাহান শান্ত (টিউবওয়েল),ইমাদুল হক (তালা), সোহেল রশীদ (ভ্যান গাড়ি) ,আহসান হাবীব(ফুটবল) ।৫ নাম্বার ওয়ার্ড আলমগীর হোসেন লালটু (ফুটবল) ,মহিদুল ইসলাম (মোরগ)। ৬ নম্বর ওয়ার্ডে ওয়াসিম মিয়া (টিউবওয়েল) , জহিরুল (মোরগ), চন্চল (ফুটবল) ,মিনারুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) । ৭ নং ওয়ার্ডে আবুল হায়াত (ফুটবল) ,আনিসুর রহমান(বৈদ্যুতিক পাখা) , মোশারফ হোসেন (মোরগ) ,ইসমাইল হোসেন (ভ্যান গাড়ি), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল) ,মফিজুল ইসলাম (তালা) ।৮ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন (মোরগ), এইচ এম আলমগীর (টিউবওয়েল),মুনসুর আলী(ফুটবল) । ৯ নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন(মোরগ) , রেজাউল হক(ভ্যান গাড়ি) ,রুস্তম আলী(ফুটবল) , উছাহেদ আলী(তালা) , জাকিরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), শফিউল ইসলাম (টিউবওয়েল) প্রতীক লাভ করেছেন।

সংরক্ষিত ১,২,৩ রুপালি খাতুন (বক) , তহমিনা খাতুন (সূর্যমুখী ফুল),মমতাজ খাতুন (মাইক), হাজেরা খাতুন (তালগাছ)৪,৫,৬ অর্জুনা খাতুন (তালগাছ) ,রাবেয়া খাতুন(বক) , আসমান তারা (মাইক)। ৭,৮,৯ নং ওয়ার্ডে বুলবুলি খাতুন (বক) , কদবানু খাতুন (তালগাছ), হাজেরা খাতুন (মাইক) প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন।