ধর্ম

আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে ভিড়

By মেহেরপুর নিউজ

October 04, 2022

মেহেরপুর নিউজ:

শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থদিন। আজ মঙ্গলবার মহানবমী। এ উপলক্ষে মেহেরপুরে সার্বজনীন পূজা মন্দিরে সকাল থেকে শুরু হয় মহানবমী বিহিত পূজা। হিন্দুধর্মাবলম্বী অনেকের বিশ্বাস মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেয়ার ক্ষণ।

অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন অর্থাৎ ৫ অক্টোবর কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। এজন্য মেহেরপুর জেলায় ৩৭টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় ছিল বেশ চোখে পড়ার মত।

এই নবমীর নিশীথে উৎসবের রাত শেষ হয়। নবমী রাত তাই বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির হয়। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন। আজ মঙ্গলবার সকালে মন্ডপে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা ও আগামীকাল বুধবার সকালে দর্পন বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনের দুর্গাপূজার আনুষ্ঠিকতা। বিশ্বব্যাপী শান্তি সম্প্রীতি আর ভাতৃত্ববোধের জেগে উঠুক এই প্রার্থনা জানালেন ভক্তরা।