রাজনীতি

আজ মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

By মেহেরপুর নিউজ

June 05, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুন: আজ রোববার মেহেরপুর মুজিবনগর উপজেলার ৪ টি  ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার লক্ষে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।  শনিবার রাতে উপজেলার ৪ টি ইউনিয়নের ৩৮ টি কেন্দ্রে নির্বাচনী কাজে ব্যবহৃত সামগ্রীসহ দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আজ রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪ টি ইউনিয়নের মোট ৩৮ টি কেন্দ্রের ১৭৪ টি বুথে একযোগে ভোটদান শুরু হবে। দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে উপজেলার মোট ৬৫ হাজার ৮ জন ভোটার মোট ৪ টি ইউরিয়নে ৪ জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩৬ জন ওয়ার্ড সদস্য নির্বাচিত করবেন। ওই সব পদ লাভের জন্য চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৬ জন এবং ওয়ার্ড সদস্য পদে ১৪৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে প্রায় ১২ টি কেন্দ্র অতিরিক্ত ঝুঁকিপূর্ন বলে চিহ্নিত করা হয়েছে। আজকের নির্বাচনে দারিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক  চেয়ারম্যান ওয়াজেদ আলী, আওয়ামীলীগ নেতা অ্যাড. কলিমউদ্দিন, আব্দুল হাই গাজী, জোটের প্রার্থী জামায়াত নেতা জার্জিস হোসেন, বিএনপি’র বিদ্রোহী গ্রুপে আনছারুল হক কাঠু ও মঞ্জুরুল হক, মোনাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত আব্দুল হামিদ মালিথা, আওয়ামীলীগ মনোনীত ইসমাইল হোসেন, যুবদল নেতা আজিমুদ্দিন গাজী, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম মোল­া, ফজলুল হক ও রবিউল ইসলাম, মহাজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আমাম হোসেন মিলু, বিএনপি মনোনীত আহসান হাবিব সোনা এবং বাগোয়ান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আইয়ুব হোসেন, বিএনপি মনোনীত শহিদুল ইসলাম ও আব্দুল কুদ্দুস প্রতিদ্বন্দিতা করছেন। মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউরিয়নে ৯ টি কেন্দ্রে ৩১ বুথে ৬ হাজার ১০৩ জন পুরুষ ও ৬ হাজার ৪১৯ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২ জন, সাধারন সদস্য পদে ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন। বাগোয়ান ইউরিয়নে ১১ টি কেন্দ্রে ৬৯ বুথে ১২ হাজার ৫৭৫ জন পুরুষ ও ১৩ হাজার ২১২ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৩ জন, সাধারন সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। দারিয়াপুর ইউরিয়নে ৯ টি কেন্দ্রে ৩৬ বুথে ৬ হাজার ৫১০ জন পুরুষ ও ৬ হাজার ৮৩৬ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১১ জন, সাধারন সদস্য পদে ৩৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। মোনাখালী ইউরিয়নের ৯ টি কেন্দ্রে ৩৮ বুথে ৬ হাজার ৫২৯ জন পুরুষ ও ৭ হাজার ২৪ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জন, সাধারন সদস্য পদে ২৮ জন প্রতিদ্বন্দিতা করছেন।