ধর্ম

আজ রাতে মেহেরপুরের ৩৭ টি পূজা মন্দিরে ঢাকের বাড়ি

By মেহেরপুর নিউজ

October 01, 2022

মেহেরপুর নিউজ:

সনাতন হিন্দু ধর্মাবলিদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শনিবার রাতে মেহেরপুর জেলার ৩৭ টি পূজা মন্দিরে ঢাকের বাড়ির মধ্য দিয়ে একযোগে দুর্গোৎসব শুরু হয়। ষষ্ঠীতে দেবীর বোধন করা হয়। একে অকালবোধন বলা হয়। কারণ শাস্ত্র শরৎকাল সূর্যের দক্ষিণায়নের দেবতাদের নিদ্রার সময়। তাই পুজো করার আগে দেবীর ঘুম ভাঙ্গানোর জরুরী। অসময়ে ঘুম ভাঙানো হচ্ছে বলে একে অকালবোধন বলা হয়ে থাকে।

শনিবার রাতে মেহেরপুর জেলার ৩৭ টি পূজা মন্দিরে ঢাকের বাড়ি পড়ে। মেহেরপুর শহরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি পূজা মন্দির, শ্রী শ্রী হরি ভক্তি প্রদায়িনী পূজা মন্দির, মালোপাড়া পূজা মন্দির, হালদারপাড়া পূজা মন্দির, সদর উপজেলার গোভিপুর পূজা মন্দির, বামন পাড়া পূজা মন্দির, চাঁদবিল পূজা মন্দির, আমঝুপি পূজা মন্দির, বারাদি পূজা মন্দির।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুর পূজা মন্ডপ, বল্লভপুর দাসপাড়া পূজা মন্ডপ, রতনপুর দুর্গা পূজা মন্ডপ, মোনাখালী কালী মন্দির, কোমরপুর শ্রীশ্রী সর্বজনীন দুর্গাপূজা, মহাজনপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং বাবুপুর সর্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ।

গাংনী উপজেলায় গাংনী কেন্দ্রীয় পূজা মন্দির, গাংনী কেন্দ্রীয় রাম মন্দির, চৌগাছা দাস পাড়া কালী মন্দির, গাড়াডোব দাস পাড়া কালী মন্দির, কচুখালী জুগিন্দা দুর্গা মন্দির, আমতৈল দাস পাড়া কালী মন্দির, ষোলটাকা কর্মকার পাড়া দুর্গা মন্দির, ষোলটাকা দাস পাড়া কালী মন্দির, বামন্দী কোল পাড়া কালী মন্দির, মটমুড়া হালদার পাড়া কালী মন্দির, বাদিয়াপাড়া দাস পাড়া কালী মন্দির, ভোমর দাহ দাস পাড়া কালী মন্দির, হিজল বাড়িয়া দাস পাড়া কালী মন্দির, শিমুলতলা দাস পাড়া কালী মন্দির, মোহাম্মদপুর দাস পাড়া কালী মন্দির, ভোলাডাঙ্গা দাস পাড়া কালী মন্দির, বাউট দাস পাড়া কালী মন্দির এবং চাঁদপুর দাস পাড়া কালী মন্দিরের পূজা মণ্ডপ তৈরি হয়েছে।