জাতীয় ও আন্তর্জাতিক

আজ সকাল ৮টা থেকে ৯৬ ঘন্টা মিছিল মিটিং বন্ধ

By মেহেরপুর নিউজ

December 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর: আজ শুক্রবার ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে মঙ্গলবার ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত সকল ধরণের মিটিং মিছিল সমাবেশ ও শোডাউন নিষিদ্ধ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করে এ ঘোষনা দেওয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন শুরু হবে ৩০ ডিসেম্বর সকাল ৮টায় এবং ভোটগ্রহণ শেষ হবে বিকাল চারটায়। ভোটগ্রহন শুরুর ৪৮ ঘন্টা পূর্ব থেকে ভোট গ্রহন শেষ হওয়ার ৪৮ ঘন্টা পর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এদিকে, আজ শুক্রবার রাত ১২ টার পর থেকে ১ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল এবং আগামীকাল রাত ১২ টার পর থেকে ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচনে রির্টানিং কর্মকর্তার অনুমোদিত যানবাহন এবং গণমাধ্যম কর্মীরা অনুমোদিত স্টিকার সম্বলিত মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।