এক ঝলক

আজ হরতাল, তবে প্রভাবমুক্ত

By মেহেরপুর নিউজ

July 07, 2019

নিউজ ডেস্ক, ০৭ জুলাই:

গ্যাসের মূল্যবৃদ্ধি ও ‘জনদুর্ভোগের’ বাজেটের প্রতিবাদে এবং এলপিজির দাম কমানোর দাবিতে আজ রবিবার সারা দেশে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালে মেহেরপুরে যানবাহন চলাচল ও স্বাভাবিক জীবনে কোন প্রভাব পড়েনি। যথারিতী জেলার সকল রুটে যান বাহন চলালচল করছে। দোকা পাটও খুলতে দেখা গিযেছে।

আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। হরতালের সমর্থনে গতকাল শনিবার রাজধানীতে পদযাত্রা এবং মশাল মিছিলসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে নানা কর্মসূচি।

আধাবেলার এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি, গণফোরাম, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দল। সংহতি জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক, কৃষক ও ছাত্রসংগঠন।