বর্তমান পরিপ্রেক্ষিত

আটোচালক হত্যার আসামি নাহিদের ভাড়া করা ডেকোরেটরের মালামাল উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 13, 2023

মেহেরপুর নিউজ:

হোটেল এজাজে আটোচালক আব্দুর রহমান হত্যা প্রধান আসামি নাহিদ হাসান হালখাতার অনুষ্ঠান নামে ভাড়া করা  ডেকোরেটর মালামাল ভাংড়ির দোকান থেকে উদ্ধার । মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের কাথুলী সড়কের একটি ভাংড়ির দোকান থেকে ডেকোরেটরের মালামাল উদ্ধার করা হয়।

জানা গেছে গত ৬ জুন মেহেরপুর সদর উপজেল উজলপুর গ্রামের আলমগীর হোসেন বাদশার ছেলে নাহিদ হাসান নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার অনুষ্ঠানের নামে করে মেহেরপুরের কাঁসারী বাজার এলাকার মেহেরপুর ডেকোরেটর থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যায়। তারপর পরে নাহিদ হাসান আত্মগোপন করেন। অনেক খোঁজাখুঁজি করেও নাহিদ হাসানের কোন সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডেকোরেটরের মালিক শহরের কাথুলী সড়কে বিসমিল্লাহ নামের ভাংড়ির দোকানে গিয়ে ডেকোরেটর সকল মালামাল পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ডেকোরেটরের মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময়ে ভাংড়ির দোকানের মালিক আব্দুল মান্নান পলাতক থাকে। পুলিশ তার ছেলে ইয়াসিন আলীকে থানায় নিয়ে যায়।