শিক্ষা ও সংস্কৃতি

আত্মকেন্দ্রীকরন পরিহার করুন ———- সংসদ সদস্য জয়নাল আবেদীন

By মেহেরপুর নিউজ

August 19, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:

আত্মকেন্দ্রীকরন পরিহার করে দেশের ও দেশের মানুষের কথা মাথায় রেখে কাজ করতে হবে । মেহেরপুরের মানুষ খরায় মরে না, বন্যায় ভাসেনা,এখানে জলোচ্ছাস হয়না  । তবে কেন আমাদের জেলায় শিক্ষার হার কম । ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এসব কথা বলেছেন।

আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যেগে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে  মান সম্মত শিক্ষা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কল্পে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।  বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিন, কামাল হোসেন, সাহাবুদ্দীন, আব্দুল আওয়াল, আবুল হাশেম, নজরুল ইসলাম, খায়রুল আনাম প্রমুখ ।

সভায় প্রধান অতিথি মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের ধরিয়ে দেয়ার আহবান জানান এবং বিদ্যালয়কে একটি কম্পিউটর প্রদানের ঘোষনা দেন । পাশাপশি তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।