কবিতা

আত্মত্যাগী জসীম

By মেহেরপুর নিউজ

April 30, 2020

ঝিনাইদাহ, কালীগঞ্জ, মোঃ আব্দুর রহমান(পিয়ার):

==========================================

অকালেই ঝরে গেলো এক ফুল

করোনার মৃত্যু মিছিলে হারিয়ে গেলো

সাহসী বীর পুলিশ সদস্য জসীম।

যিনি এই দেশের সন্তান

যাঁর আত্মত্যাগে পুরো জাতি আজ শোকাহত।

এই আত্মত্যাগে সন্তান হারা হলো এক মা

পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হলো সন্তান

বিধবা হলো এক গৃহ বধূ

পুলিশ বাহিনী হারালো এক সাহসী সদস্য

দেশ হারালো এক প্রকৃত দেশপ্রেমিক!

আর পুরো জাতি পেলো মহান ত্যাগের শিক্ষা।

জসীমের আত্মত্যাগে আরো একবার প্রমাণ হলো

বাঙালী জাতি সাহসী জাতি!

করোনার লক ডাউনে জাতিকে রক্ষায়

নিজের জীবন সাহসিকতার সঙ্গে উৎসর্গ করেছেন

বীর যোদ্ধা জসীম!

এ মহান আত্মত্যাগ জাতির জন্য

এ মহান আত্মত্যাগ দেশের জন্য।

আর এই আত্মত্যাগে পুরো জাতি পেলো অনুপ্রেরনা।

জেগে ওঠো মানুষ করোনায়

মেনে চলো লকডাউন

বারিয়ে দাও সহযোগীতার হাত

ক্ষুধার্থের মুখে তুলে দাও আহার

অসহায়ের হাতে দাও টাকা

ন্যায্য মূল্যে জিনিস দাও বিক্রেতা

ভুলে যাও অর্থ আত্মসাৎ এর মতো ঘৃণিত কাজ!

জসীম দিয়ে গেছে জীবন

তাহলে আমরা কেন পারবনা দেশের জন্য এতটুকু করতে?

আমাদেরকে পারতেই হবে হে বীরের জাতি

আমাদেরকে জিততেই হবে এই করোনা যুদ্ধে

তাহলেইতো জসীমের মতো সংগ্রামী আত্মা শান্তি পাবে।

জেগো ওঠো মানুষ,জেগো ওঠো বাংলাদেশ!

কোটি,কোটি সালাম তোমায় বীর সাহসী জসীম।

———–সমাপ্ত—————–