রাজনীতি

আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপুরের শুভরাজপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ ।। আহত ১৫

By মেহেরপুর নিউজ

February 20, 2015

মেহেরপুর নিউজ,২০ ফেব্রুয়ারি: আধিপাত্য বিস্তারকে কেন্দ্র মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে আওয়ামীলীগ নেতা মিলন ও মজনু মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতরা সকলেই বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো:মজনু মেম্বার গ্রুপের মোশাররফের ছেলে মজনু মেম্বার, তজিবুর রহমান, ওলিয়ার রহমান, বদর উদ্দিন, মেয়ে আনোয়ারা খাতুন, আতর আলীর ছেলে আহসান, পার্চ শেখের ছেলে মনিরুল ও আকবর, আবু জাফরের ছেলে আদিল,বাসার আলীর ছেলে শফিরুল ওআকবর আলীর ছেলে মিঠুন। অপরপক্ষে জজ মিয়া গ্রুপের জাহান আলীর ছেলে আলী হোসেন, বিছাদ মন্ডলের ছেলে তসের আলী, এলাহী বক্সের ছেলে তাইজুল, জাকের আলীর ছেলে মহাবুল। গ্রামবাসীরা জানায়, বিবাদমান মজনু মেম্বর ওমিলন গ্রুপের মধ্যে এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদ চলে আসছিলো। এ নিয়ে এর আগে মেহেরপুর সদর থানায় একটি মিমাংসা করার পর উভয়পক্ষ কোনো গন্ডগোল করবে না মর্মে চুক্তিনামা করে। এর পর আজ শুক্রবার দুপুরে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় মেহেরপুর সদর থানায় পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, বিবাদমান দুটি গ্রুপে অনেকদিন ধরে রেশারেশি চলে আসছে। এ নিয়ে এর আগে তারা গন্ডগোল করবে না বলে একটি চুক্তি নামায় স্বাক্ষরও করে।