বর্তমান পরিপ্রেক্ষিত

আনসার সদস্য আজিম উদ্দিন ও সিরাজ উদ্দিন কে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

April 17, 2023

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন বৈদ্যনাথ তলা আম্রকাননে প্রবাসী সরকারকে গার্ড অব অনার প্রদানকারি জীবিত আনসার সদস্য আজিম উদ্দিন ও সিরাজ উদ্দিন কে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার সকালে মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মুক্তমঞ্চে আজিম উদ্দিন সিরাজুদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ জন আনসার সদস্যের মধ্যে জীবিত আনসার সদস্য সিরাজউদ্দিন এবং আজিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সেখানে উপস্থিত ছিলেন।