আইন-আদালত

আপডেট : মেহেরপুরে জোড়া খুনের ঘটনায় একজনের জবানবন্দী, বন্ধুকযুদ্ধের ঘটনায় মামলা

By মেহেরপুর নিউজ

March 15, 2017

মেহেরপুর নিউজ,১৫ মার্চ: মেহেরপুর সদর উপজেলার নুরপুরে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে চার যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার সকালে উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। মেহেরপুরের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব মামলার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, আজিজুল ইসলাম নামের এক জনের কাছে থেকে ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হাদিউজ্জামান তাঁর খাস কামরায় এ জবানবন্দী গ্রহণ করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী  বলেন, আজিজুল ইসলাম ম্যাজিষ্ট্রেটের কাছে কাঠালপোতা গ্রামের জোড়া খুনের কথা স্বীকার করেছে। সে ১০ জনের জড়িত থাকার কথা বলেছে। তার মধ্যে পুলিশের সাথে বন্ধুকযদ্ধে নিহত চারজন এবং সে নিজেও ছিল। এছাড়া বাকি পাঁজজনকে আটকের জন্য অভিযান চলছে বলে ওসি জানান। গত ৬ মার্চ মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা গ্রামে আব্দুল মজিদ ও আসাদুল ইসলাম খুনের ঘটনায় পরদিন মেহেরপুরসদর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন আব্দুল মজিদের ছেলে আব্বাস আলী। পরে পুলিশ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজিজুল সহ ৫জনকে আটক করে। যার মধ্যে চারজন গত সোমবার দিবাগত রাতে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। প্রসঙ্গত, পুলিশের ভাষ্য অনুযায়ী সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কাঠালপোতা গ্রামে আব্দুল মজিদ ও আসাদুল ইসলাম হত্যা মামলা সন্দিগ্ধ আসামি সাদ্দাম হোসেন, রমেশ কর্মকার, কামরুজ্জামান কানন, সোহাগকে প্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুসারে মেহেরপুর-আটকবর সড়কের নুরপুর মোড়ের একটি ক্ষেত্রে আটক আসামিদের নিয়ে অভিযান চালাতে গেলে তাদের সহযোগীরা আসামিদের ছিনতাই করার চেষ্টায় পুলিশের উপর গুলি বর্ষন করে। পুলিশ তখন আত্মরক্ষার্থে তাদের উপর ৪২ রাউন্ড পাল্টা গুলি বর্ষন করলে উভয় পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আসামীদের সহযোগীদের ছোড়া গুলিতে সাদ্দাম হোসেন, রমেশ কর্মকার, কামরুজ্জামান কানন ও সোহাগ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।