জাতীয় ও আন্তর্জাতিক

আবারও বাড়ছে সোনার দাম

By মেহেরপুর নিউজ

February 19, 2020

মেহেরপুর নিউজ ডেক্স:

প্রতিনিয়তই বাড়ছে সোনার দাম। প্রতি ভরি স্বর্ণের নতুন করে ১ হাজার ১৬৬ বাড়ানো হয়েছে, বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এর কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। মেহেরপুর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক শেখ মমিন মেহেরপুর নিউজ কে জানাই, বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও দাম বাড়ছে, গাংনী বাজারের তানভীর জুয়েলার্সের সত্ত্বাধিকারী মুস্তাক আহমেদ বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশেও বাড়ানো হয়েছে।

জানা গেছে নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬১৫২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫৯১৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ৫৪১৭৯ টাকা।