বিশেষ প্রতিবেদন

আবারো এক দুঃস্থ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গাংনীনিউজ ডটকম

By মেহেরপুর নিউজ

June 28, 2011

নিজস্ব প্রতিনিধিঃ গাংনীর একমাত্র বহুল প্রচলিত অনলাইন পত্রিকা গাংনী নিউজ ডটকমের ব্যনারে নাম প্রকাসে অনিচ্ছুক এক সহৃদয় ব্যক্তির সহোযোগিতায় এক দুঃস্থ ক্ষতিপ্রস্ত মানুষকে ৪০০০/= নগদ টাকা প্রদান করা হলো। ২৭জুন সমবার গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদে গাংনীনিউজের ব্যনারে কাজিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যন জনাব মোঃ আলম হোসনের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যন জনাব এ.কে.এম.শফিকুল আলম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহি অফিসার জনাব মো: ওজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন গাংনী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর-রশিদ রবি,উপস্থিত ছিলেন গাংনীনিউজ ডটকমের পরিচালক মিজানুর রহমান হেলাল, গাংনীনিউজ ডটকমের বিশেষ প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তার,শহর প্রতিনিধি নাজমূল হুদা,দৈনিক আজকের আলো পত্রিকার সাংবাদিক কাজিপুর ইউ.পি প্রতিনিধি সোহাগ, বামন্দি ইউ.পি প্রতিনিধি জাহিদ মাহামুদ, দৈনিক জয়যাত্রা পত্রিকার সাংবাদিক মটমুড়া ইউ.পি প্রতিনিধি মিনারুল ইসলাম, গাংনী প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক সাইদুর রহমান, কাজিপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যন মোকবুল হোসেন, সাবেক চেয়ারম্যন স্বপন , চেয়ারম্যন পদপ্রার্থি গোলাম হোসেন, চেয়ারম্যন পদপ্রার্থি মন্জুর হোসেন টকি, কাজিপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বর্ও সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ সহ শতশত লোক সমবেত হন গাংনী নিউজ ডটকমের এ মহতি অনুষ্ঠানে। বৈরী আবহাওয়াকে তুচ্ছকরে সকলেই ছুটেযান এ মহতি অনুষ্ঠানে। এসময় গাংনীনিউজ ডটকমের পরিচালক মিজানুর রহমান হেলাল, তার বক্তব্যে গাংনী নিউজ ডটকমের এ মহতি উদ্যেগকে টিকিয়ে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। গাংনী উপজেলা নির্বাহি অফিসার জনাব মো: ওজিয়র রহমান তার বক্তব্যে সাংবাদিকদের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন। গাংনী উপজেলা চেয়ারম্যন জনাব এ.কে.এম.শফিকুল আলম এ মহতি উদ্যোগের সমৃদ্ধি কামনা করেন। অবশেষে গাংনী নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে বৃদ্ধ রহিম বকসের হাতে তুলে দেওয়া হয় ৪০০০/=নগদ টাকা ও পোস্টাল রিসিভ কপি। উল্লেখ্য গত ৯মে২০১০ গাংনী নিউজ ডটকমে প্রকাশিত ’’উইপোকায় খলো দরদ্রি প্রবীণ-প্রবীণার স্বপ্ন!’’শির্ষক এক সংবাদে- কাজিপুর ইউ.পিএর বেতবাড়িয়া গ্রামের বৃদ্ধ রহিম বকসের দীর্ঘদিন ধরে তিল-তিল করে জমানো ৪০০০/=টাকা উইপোকা কেটে দিলে বৃদ্ধ রহিম বকস (৭৮) ও তার স্ত্রী করিমন নেছা (৬০) দিশেহারা হয়ে পড়ে। সোহাগের লেখা এ সংবাদ পড়ে অনেকেরই হৃদয় স্পর্স করে অনেকেই এগিয়ে আসে সহোযোগিতার জন্য। এ পর্যন্ত ২০ হাজার টাকা পেল বৃদ্ধ রহিম বকস। এ টাকা পেয়ে বৃদ্ধ ও বৃদ্ধার মূখে ফুটে ওঠে হাসির ঝিলিক।