বর্তমান পরিপ্রেক্ষিত

আবুল খায়ের টোব্যাকো কোম্পানির মেহেরপুর ডিলার পয়েন্টের প্রতিনিধির জরিমানা

By মেহেরপুর নিউজ

June 19, 2023

মেহেরপুর নিউজ:

ম্যারিজ সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন, উপহার সামগ্রী ছাতা ও গেন্জি রাখার অভিযোগে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির মেহেরপুর ডিলার পয়েন্টের প্রতিনিধির জরিমানা করেছে মোবাইল কোর্ট । সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট বসানো হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির মেহেরপুর ডিলার পয়েন্টের প্রতিনিধি মো;আরিফুর রহমান নিকট থেকে ম্যারিজ সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন, উপহার সামগ্রী ছাতা ও গেন্জি রাখার অভিযোগ ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধারামতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।