অন্যান্য

আমঝুপিতে আগুন লেগে একটি কসমেটিকসের দোকান ভষ্মিভুত

By মেহেরপুর নিউজ

November 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারের বোরহানের কসমেটিকসের দোকান আগুন লেগে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কি কারনে বা কিভাবে এ আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দোকান মালিক বোরহান অভিযোগ করে বলেন,তার দোকানে বিদ্যূতের সংযোগ নাই, কেউ তার উপর শত্রুতা করে দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় তার লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, আমঝুপি বাজারের বোরহানরে কসমেটিকসের দোকানে হঠাৎ করে অঅগুন লেগে যায়। রাত আড়াইটার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী জে আর পরিবহনের একটি গাড়ি যাত্রী নামানোর জন্য আমঝুপি বাজারে থামে। এ সময় দোকানে আগুন দেখে গাড়ির ষ্টাফ ও যাত্রীরা নেমে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নেভানোর কাজটি সম্পন্ন করে । খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে।