কৃষি সমাচার

আমঝুপিতে আম রপ্তানি বিষয়ক মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

May 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ মে: মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোহে বিদেশে আম রপ্তানী বিষয়ক আমচাষীদের নিয়ে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে আমঝুপিতে এ মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি্ সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রনালয়ে যুগ্ম-সচিব (রপ্তানী)  মোঃ ওবাইদুল আজম, বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব ( সম্পসারণ -৩) বালই কৃষ্ণ হাজরা, উদ্ভিদ সংগনিরোধ উইং ডিএআই এর উপ-পরিচালক  মুহা: আনোয়ার হোসেন খান, হর্টিকালচার উইং ডি এ ই খামার  বাড়ি উপ-পরিচালক এ কে এম মনিরুল আলম, হর্টে· ফাউন্ডেশন সেচ ভবন এর এজি এম মোঃ রফিকুল ইসলাম, ভেজিটেবল এন্ড এলাইড প্রডাক্টস এ·পোর্টার্স এসোসিয়েশন উপদেষ্টা  মোঃ মঞ্জুরুল ইসলাম, ডিটিও স্বপন কুমার, উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান, বারাদি হর্টিকালচারের উপ-পরিচালক মোঃ জাহিদুল আমিন,মল্লিকা সীড কম্পোনীর ব্যাগ সরবরাহকারক মহিউদ্দীন আলমগীর । অন্যান্যদের মধ্যে উপপস্থিত ছিলেন আমচাষী সাখাওয়াত হোসেন, কিতাব আলী, রাশিদুল, মীর মনোয়ার হোসেন, হাসানুজ্জামান, মকা, ফকির মোহাম্মদ, কালু, আনারুল, বজলু, হারুন, কামরুদ্দৌজা (পরাগ) প্রমুখ।