বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে ইঞ্জিনিয়ার মুকুলকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 24, 2015

মেহেরপুর নিউজ,২৪ সেপ্টেম্বর: ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট অব বাংলাদেশের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিল মেম্বর নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান খান মুকুলকে সংবর্ধনা দিয়েছে আমঝুপি গ্রামবাসী।

বৃহস্পতিবার রাতে আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত জিয়াউর রহমান খান মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন, আলীফ হোসেন প্রমুখ। পরে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।