বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষতি

By মেহেরপুর নিউজ

May 06, 2018

মেহেরপুর নিউজ, ০৬ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় অর্ধশত কাচা বাড়ি ভেঙে গেছে। এছাড়ার আমের প্রচুর ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে এর সম্ভাব্য ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে আমঝুপি গ্রামের বিশ্বাসপাড়াসহ কয়েকটি এলাকায় কালবৈশাখি তান্ডব চালায়। খবর পেয়ে মেহেরপুর-১ অাসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক ইউনিয়ন চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে ত্রাণ সামগ্রি দেওয়ার নির্দেশ দেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান জানান, কাচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমের প্রচুর ক্ষতি হয়েছে। তাছাড়া ফসলের যা ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠা যাবে। আনুমানিক ৮০ লাখ টাকা ক্ষতি সম্পদ ক্ষতি হয়েছে।