মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে গরম ডালের উপর পরে রাফি ইবনে নাজিম (২) নামের এক শিশুর শরীর ঝলসে গেছে। বৃহস্পতিবার সকারেল দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে আমঝুপির আশরাফুল ইসলামের ছেলে রাফি ইবনে নাজিম রান্না ঘরে খেলা করার সময় চুলোর উপর থাকা গরম ডালের উপর পড়ে যায়। এতে তার শরীর ঝলসে যায়।