বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে জলবায়ু সচেতনতামূলক বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

By Meherpur News

July 29, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক, বক্তৃতা প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

লেস প্রজেক্টের অর্থায়নে ও বিদ্যালয়টির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুজ্জামান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় পক্ষের দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের সদস্যরা ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী রোজা হাসান, খাদিজা খাতুন ও হাবিবা। একই দলের রোজা হাসান ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও খায়রুল ইসলাম।

এর আগে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা দেওয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী শর্মিলা খাতুন ও সাম্মি আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়।