বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে তামাক ঘরে অগ্নিকান্ড

By মেহেরপুর নিউজ

March 29, 2017

মেহেরপুর নিউজ, ২৯ মার্চ: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ার বকর আলীর তামাক ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।

বুধবার সন্ধার দিকে তামাক ঘরে জ্বাল দেওয়ার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তামাকঘর মালিক দাবি করেন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিরের একটি দল আগুন নিয়ন্ত্রন করেন।

বকর আলী জানান, সন্ধ্যায় জ্বাল দেওয়ার সময় আগুন ঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উপস্থিত হয়ে আগুন নিযন্ত্রন করেন। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।