বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে নীতিমালা বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

By Meherpur News

August 17, 2025

মেহেরপুর নিউজ:

২০১৫ সালের নীতিমালা বাতিল এবং ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়নের দাবিতে আমঝুপিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা। রবিবার দুপুরে আমঝুপি সবজি বীজ উৎপাদন খামার শ্রমিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আমঝুপি সবজি বীজ উৎপাদন খামার শ্রমিক সমিতির সভাপতি আলিউল ইসলাম ও সেক্রেটারি জহুরুল ইসলাম। এছাড়াও আমঝুপি ডাল ও তৈল উৎপাদন খামার শ্রমিক সমিতির সভাপতি আফছারুল ইসলাম ও সেক্রেটারি দুখু মিয়া উপস্থিত ছিলেন।

খামার কেন্দ্র প্রদক্ষিণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় চিৎলা ফার্ম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর সাত্তার, সেক্রেটারি মহিউদ্দিন এবং সহ-সভাপতি ওমর ফারুকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।