বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে নূরানি ও হাফিজিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By Meherpur News

January 17, 2026

শহিদুল ইসলাম, আমঝুপি:

আমঝুপি নূরানি ও হাফিজিয়া মাদরাসার উদ্যোগে শনিবার সকাল ১০টায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন শামসুল হুদা শিশির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শরিফ উদ্দিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সভাপতি আছাদ খান এবং সাধারণ সম্পাদক মো. মিথুনসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক উমর ফারুক। সমাবেশে বক্তারা মাদরাসার শিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা ও কুরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সমাবেশ শেষে পবিত্র কুরআনে হিফজ সম্পন্ন করায় তিনজন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত হাফেজরা হলেন— মো. আব্দুর রহমান তামিম, মো. সামির এবং মো. সাইদ।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।