কৃষি সমাচার

আমঝুপিতে বীজ চাষীেদের প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

May 23, 2017

মেহেরপুর নিউজ,২৩ মে: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’র (বিএডিসি) আওতাধীন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বীজ উৎপাদন খামারের চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আমঝুপি বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আমঝুপি ডাল ও তৈল বীজ (কঃ গ্রোঃ) সিনিয়র সহকারি পরিচালক জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিৎলা বিএডিসি’র যুগ্ম পরিচালক দেলোয়ার হোসেন, আমঝুপি বিএডিসির উপপরিচালক আলতাফ হোসেন, কুষ্টিয়া বীজ বিপনণ বিভাগের উপপরিচালক একেএম কামরুজ্জামান, আমঝুপি বিএডিসির উপপরিচালক কেএম আবুল কালাম, উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক হাফিজুল ইসলাম প্রমুখ।