বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে ভিজিডি’র চাউলে প্রতি বস্তায় ১ কেজি করে কম ।। গুদাম কর্মকর্তার কারসাজী

By মেহেরপুর নিউজ

October 24, 2016

মেহেরপুর নিউজ,২৪ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ গ্রামের অসহায় ও দু:স্থ ব্যাক্তিদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণের সময় প্রতি বস্তায় ১ কেজি করে চাউল কম দেওয়া অভিযোগ উঠেছে খাদ্য গুমাদ কর্মকতা কাউসার আলীর বিরুদ্ধে। সোমবার বিকালে এ চাউল বিতরণ করার সময় বিষয়টি নজরে আসে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর। তিনি জানান, চাউল বিতরণের সময় বস্তায় চাউল কম আছে এমন সন্দেহ হলে চাউল ওজন হয়। এসময় প্রতি বস্তায় ১ কেজি করে চাউল কম হয়। এদিন ইউনিয়নের ৯৬ জন অসহায় ও দু:স্থ ব্যক্তিদের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণের কথা থাকলেও প্রতি বস্তায় ১ কেজি করে চাউল কম হয়। পরে মেহেরপুর জেলা খাদ্য অফিসের কর্মকর্তা আয়েশা আক্তার পপি সেখানে উপস্থিত হয়ে এ ঘটনায়র সত্যতা পান। তিনি ১ কেজি করে চাউল সমন্বয় করার নির্দেশ দেন। এ ব্যাপারে জানতে চাইলে আমঝুপি খাদ্য গুদাম কর্মকর্তা কাউসার আলী বলেন, শ্রমিকদের ভ’লের কারনে এঘটনা ঘটেছে। বিষয়টি তার দেখে নেয়ার কথা বলা হলে তিনি এড়িয়ে যান।