খুলনা বিভাগ

আমঝুপিতে ভ্রাম্যমান আদালতের অভিযান।। ৬ হাজার টাকা জরিমানা আদায়

By Enayet Akram

October 23, 2019

শহিদুল ইসলাম. আমঝুপি, ২৩ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে যৌন উত্তেজক ট্যাবলেট রাখার অপরাধে মেডিসিনের দুটি দোকানে ৫ হাজার টাকা এবং চামড়াজাতকরণ লবন পাওয়ায় একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এনডিসি রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম আমঝুপি বাজারে অভিযান চালায়। তারা অভিযানকালে যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়ায় মেডিসিন কর্নারকে ৩ হাজার টাকা ও আলসেফা মেডিসিন সেন্টারকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়াও মুদি দোকানে ছামড়াজাতকরণ লবন পাওয়ায় আলা মার্কেটের জাহিদ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মেহেরপুর নিউজকে বলেন, ১৯৪০ এর এ ধারা মোতাবেক তাদেরকে জরিমানা করা হয়েছে।

মেহেরপুর নিউজের বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের টিম আমঝুপি বাজারের মেডিসিন কর্নার ও আলসেফা ওষুধের দোকান থেকে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে এবং মুদি দোকান থেকে নিষিদ্ধ চামড়াজাতকরণের জন্য ব্যবহার করা লবন পেয়েছে।