মেহেরপুর নিউজ,২৩ এপ্রিল: গাঁজা রাখার অপরাধে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সিরাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম আমঝুপি বিশ্বাসপাড়ার খোকন মন্ডলের ছেলে। রবিবার বিকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর এ আলম এ আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের একটি অভিযানিক দল আমঝুপি হাট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলামকে আটক করে।