বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে দারিয়াপুর একাদশের জয়

By Meherpur News

October 24, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি মাঠে অনুষ্ঠিত মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে দারিয়াপুর একাদশ।

শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় দারিয়াপুর একাদশ ২–০ গোলে পরাজিত করে গোপালপুর ভাই ভাই একাদশকে।

খেলার প্রথমার্ধের ১৪তম মিনিটে সিফাতের গোলে দারিয়াপুর একাদশ ১–০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে আবারও সিফাত গোল করে দলের জয় নিশ্চিত করেন।

দারিয়াপুর একাদশের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।