বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে যথাযত মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

August 15, 2023

সহিদুল ইসলাম, আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথাযত মর্যাদায় ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আমঝুপি আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন । এসময় সেখানে বীর মুক্তিযোদ্ধা ও আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, কৃষকলীগের সভাপতি আমঝুপি ইউনিয়ন শাখার মহাবুব হক, সাধারন সম্পাদক সাদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি আমঝুপির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশ গ্রহন করেন জাকির হোসেন টরী, খায়রুজ্জামান টুটুল, আবুল কাশেম, আঃ কাদের, কিতাব আলী, আলামিন, জলিল হাজি, ফারুক হোসেন, আবুল কালামসহ স্থানীয় নেতা কর্মী।

অপর দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন, প্রধান শিক্ষক আহম্মদ আলী ও রুহুল আমীন। এ সময় সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক আবুল হাসান, রাফিউল ইসলাম, বশির আহমেত, আসাদুল হক, আলহাজ প্রমূখ উপস্থিত ছিলেন।