বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

February 21, 2018

মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারের বেদীতে শ্রদ্ধা জানান সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক আনোয়ার সাদাত খোকন ও দলীয় নেতাকর্মী, ইউনিয়ন কৃষকলীগের পক্ষে ফুল দেন আহবায়ক মাহাবুল হক সহ সংগঠনের নেতাকর্মী। এরপর শহীদ বেদীতে ফুল দেন জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটন ও দলীয় নেতাকর্মী, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আকতার হোসেন,ডা. বাবর আলী সহ দলীয় নেতাকর্মী। ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুজ্জামান চমন, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম, এরপর ফুল দেন আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগ, জাতীয়তাবাদি ছাত্রদল আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় আমঝুপি বাজার কমিটি, জোয়ার্দ্দারপাড়া যুব সংগঠন।

পরে সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, এআরবি কলেজ অধ্যাক্ষ হাবিবুর রহমান, আমঝুপি আলিম মাদরাসা পক্ষে মাহবুব উল আলম, সামসুল, আল-আমীন, শফিকুল, মোহাম্মদ আলী, দিলরুবা। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক হাফিজ্জামান, সহকারি শিক্ষক বশির আহম্মদ, ফারাহ হোসেন, হাবিবুর রহমান, সাহিদা বানু, আবুল হাসান, গন্ধরাজপুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসএমসি সভাপতি ওমর ফারুক, সহসভাপতি হেলাল উদ্দিন, পিটিএ সভাপতি আকতারুজ্জামান, সহারি শিক্ষিকা ফারজান। আমঝুপি সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহিদ হাসান, এস এম সি সভাপতি আবুল হাসান। আমঝুপি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সুলতানা পারিভিন, এস এম সি সভাপতি মতিয়ার রহমান।