বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

By মেহেরপুর নিউজ

February 03, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খামারের কাছে সড়ক দুর্ঘটনায় লাল্টু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মিনারুল (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালটু মেহেরপুরের গাংনী উপজেলার কচুঁয়খালী গ্রামের আহমেদ আলী ছেলে এবং আহত মিনারুল একই গ্রামের জামাল শাহার ছেলে।

জানা গেছে নিহত ও আহত দুই ব্যক্তি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খামারের পাশে পড়ে থাকে দেখে পথচারীরা মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মিনারুলকে তুলে দেয়।

পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা লালটুকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত মিনারুল এর অবস্থা আশঙ্কাজনক। কিভাবে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না।