অন্যান্য

আমঝুপিতে সড়ক দূর্ঘটনায় ৩য় শ্রেণীর ছাত্র আহত

By মেহেরপুর নিউজ

April 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি তৃনমূল মডেল প্রি ক্যাডেট একাডেমীর সামনে একটি সংবাদপত্র পরিবহন বাসের সাথে ধাক্কা খেয়ে রোহান নামের ৩য় শ্রেণীর এক ছাত্র আহত হয়েছআহত রোহান আমঝুপি গ্রামের টিটুর ছেলে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে,  মেহেরপুর সদর উপজেলার আমঝুপি তৃনমূল মডেল একাডেমীর ৩য় শ্রেণীর ছাত্র রোহান স্কুল শেষ করে রাস্তা পার হচ্ছিল। এ সময় মেহেরপুর থেকে আরিচাগামী একটি সংবাদপত্র পরিবহন ষেখানে পৌছালে শিশূটিকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।