বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি‘র ব্যবসায়ীদের গুজবে কান না দিতে জনসচেতনতা বৃদ্ধি

By মেহেরপুর নিউজ

November 19, 2019

শহিদুল ইসলাম ও সৈকত আমঝুপি থেকে:

গুজবে কান দিয়ে লবণ এর পিছনে ছোটার কারণে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খোকসা সহ বিভিন্ন গ্রামে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানান। এবং এসময় আমঝুপি বাজার কমিটির সভাপতি নাজু মিয়াকে সতর্ক করে দেন।

সহকারী কমিশনার রাকিবুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে বারাদী ক্যাম্প ইনচার্জ আব্বস আলী বারাদী, রাজনগর, আমঝুপি বাজার ও চাঁদবিল বাজার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সন্ধ্যা থেকে ব্যবসায়ী ও সাধরন মানুষদের কে গুজবে কান না দিতে উব্দুদ্ধ করেন। এসময় মেহেরপুর নিউজের প্রতিনিধি শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।