মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুাপি ইউনিয়নের খাসজমি বাছাই সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান, কানুনগো আলী আকবর, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফজলুর রহমান, ইউপি সদস্য রুহুল আমিন , মতিয়ার রহমান প্রমুখ।