মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে আমঝুপি ইউনিয়ন পরিষদের ভাষানী হল মিলনায়তনে চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, প্রধান শিক্ষক মামুল ইসলাম। বক্তব্য রাখেন আক্তার হোসেন , খলিলুর রহমান জোয়ার্দার প্রমুখ। পরে পরিষদের নিজস্ব তহবিল থেকে আমঝুপি ইউনিয়নের বিভিণ্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে চেয়ার ও ল্যাপটপ বিতরণ করা হয়।