বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 09, 2023

মেহেরপুর নিউজ:

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালের দিকে আমঝুপি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ (চুন্নু)।

এছাড়াও উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হক প্রমূখ।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান অতিথি আমঝুপি ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীকে নির্দেশ দেন যে স্ব স্ব ওয়ার্ডে ১৫ই আগষ্ট যথাযথ ভাবে পালন করতে হবে। জাতীয় শোক দিবসে শোক র‌্যালী ও কাঙ্গালী ভোজ আয়েজনের জন্য সকলকে নির্দেশ দিয়েছেন।  এবিষয়ে তিনি সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।