অন্যান্য

আমঝুপি ইউপির ৬ নং ওয়ার্ডের উপনির্বাচনে শহিদুল ইসলাম নির্বাচিত

By মেহেরপুর নিউজ

December 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের উপ নির্বাচনে শহিদুল ইসলাম (মোরগ)  মার্কা প্রতিকে ১১৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আমেলুউদ্দীন খান (ফুটবল) আমেলুউদ্দীন খান (ফুটবল) মার্কা প্রতিকে ভোট পেয়েছেন ১০২০ ভোট। এছাড়া অপর প্রার্থী হাফেজ-আব্দুল মোমিন (টিউবয়েল) মার্কা প্রতিকে পেয়েছেন ৯১৮ ভোট। ভোট গণনা শেষে সদর উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার মোতাওয়াক্কিল রহমান বেলা সাড়ে ৫ টার সময় শহিদুল ইসলামকে ৬ নং ওয়ার্ডের সদস্য হিসেবে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করেন। ৬ নং ওয়ার্ডের আওতায় খোকসা, পুরাতন মদনা ও বসন্তপুর গ্রামের  পুরুষ ভোটার ১৮৬০ জন ও নারী ভোটার ১৯৪৮সহ মোট ভোটার ৩ হাজার ৮শ ৮জন। এসব ভোটারের মধ্যে ৩ হাজার৭৭ জন  ভোট প্রয়োগ করেছেন। রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৮ নভেম্বর- ২০১৪ তারিখে এ ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান এর মৃত্যু হলে নির্বাচন কমিশনার এ ওয়ার্ডটিকে শুন্য ঘোষণা করেন।