মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি জাহানারা ল্যাব এন্ড নার্সিংহোম এ এস পি এল ক্রিকেট টুর্নামেন্টের আমঝুপি নীলকুঠি রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকালে আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি নীলকুঠি রাইডার্স ৫ উইকেটে স্বাগতিক জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোমকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জাহানারা ল্যাব এন্ড নার্সিংহোম ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন ১৯ রান সংগ্রহ করে।
আমঝুপি নীলকুঠি রায়ডার্সের রাজু ২টি সোহাগ ২টি উইকেট লাভ করে। ৮৭ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে নীলকুঠি রাইডার্স ৭ ওভারে ৩ উইকেটে হারিয়ে জয়েট লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে শিমুল ৪০ রান করেন। টুর্ণামেন্টে নিয়ন সর্বোচ্চ রান সংগ্রহকারী, আসিফ সর্বোচ্চ উইকেট শিকারী, নিয়ন সর্বোচ্চ ছক্কা,সবুজ সেরা ক্যাচ, প্লাবন ম্যান অফ দ্যা ম্যাচ এবং আতিক ম্যান অফ দা সিরিজের পুরস্কার লাভ করেন। খেলা শেষে। জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোমের স্বত্বাধিকার ডাঃ মেহেদী হাসান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এ সময় সেখানে বক্তব্য রাখেন ক্রিকেট কোচ মাসুদুল হাসান অধিনায়ক প্লাবন আতিক সাগর প্রমূখ